Tuesday, August 10

কানাইঘাট-গাছবাড়ী সড়কে যাত্রীদুর্ভোগ চরমে

মাহবুবুর রশিদ
কানাইঘাট-গাছবাড়ী রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। এতে যাত্রীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার পিচ,ঢালাই উঠে বড়,বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে যায়। যার ফলে যানবাহন চলার সময় পায়ে হেঁটে যাতায়াতকারী লোকজনের পরনের কাপড় নষ্ট হয়ে যায় গর্তের পানিতে। মানুষের কষ্টের কোন সীমা থাকেনা। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে কানাইঘাটের জনসাধারণকে বিভিন্ন কাজে অফিস-আদালত, স্কুল,কলেজ, মাদ্রাসার কাজে যাতায়াত করতে হয়। প্রতিদিন শত শত ট্রাক, বাস, রিকশা, সিএনজি ইত্যাদি চলাচল করে এ রাস্তা দিয়ে। বৃষ্টিজনিত কারণে রাস্তার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভাঙনের। এ ভাঙনগুলো দিন দিন বৃদ্বি পাচ্ছে। অতি শীঘ্রই রাস্তাটি সংস্কার ও ভাঙন প্রতিরোধে কার্যকর কোন ব্যবস্থা না নেয়া হলে যে কোন সময় দূর্ঘটনা ঘটে প্রানহানি ঘটতে পারে। রাস্তাটির এ বেহাল দশার কারণে প্রতিনিয়তই ছোট, বড় দূর্ঘটনা ঘটছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন যেমন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে, তেমনি বড়দেশ, ছোটদেশ, নওয়াগাওয়ের কয়েকজন যাত্রী বুশরা বেগম, জাহিদ আহমদ, শ্রী মহিতুষ দাস প্রমূখ। তারা প্রতিদিন এ রাস্তা দিয়ে কানাইঘাট ডিগ্রি কলেজে আসেন। তারা জানান, প্রতিদিন খুব কষ্ট করে কলেজে আসি, রাস্তার বিভিন্ন অংশে ভাঙ্গন থাকার কারণে বৃষ্টির দিনে এ রাস্তা দিয়ে চলাচলে আমাদের চরম সমস্যার মুখোমুখি হতে হয়। একই অভিযোগ কানাইঘাট বাজারের ব্যবসায়ী ডা:শিহাবউদ্দিনের। তারা চান যত দ্রুত সম্ভব রাস্তাটির সংস্কার কাজে হাত দিবেন যথাযথ কর্তৃপক্ষ। এই চাওয়া এলাকাবাসীরও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়