নিজস্ব প্রতিবেদক ::
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সূধীজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) শামসুন নাহার, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নিজাম উদ্দিন, কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, থানার এসআই শৈলেশ দাস, কমিটির সদস্য মুহিবুর রহমান ও সুহেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন,“দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের জন্য এক গুরুতর ব্যাধি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে এখনও নানা রূপে দুর্নীতি বিদ্যমান। ধর্মীয় চর্চা, সামাজিক আন্দোলন ও দেশপ্রেম জাগ্রতির মাধ্যমে এ অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”
তিনি আরও বলেন,“রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ ও জনগণের সচেতনতার ফলে দুর্নীতি মোকাবিলায় আমরা অনেকটাই এগিয়ে গেছি। তরুণ ও শিক্ষার্থীদের এ আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কানাইঘাটের সকল সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
পরিশেষে তিনি দূর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়