নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
পরবর্তীতে থানা পুলিশ, আনসার ও ভিডিপি, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এবং হারিছ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার পর কানাইঘাট উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শোডাউনের মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৯টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাদ যোহরের নামাজ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে একতাবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়