Monday, December 15

কানাইঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরাম বৃহত্তর বায়মপুর ১ ও ২ নং ওয়ার্ডের উদ্যোগে সোমবার( ১৫ ডিসেম্বর)  বিকেল ৪টায় কানাইঘাট পৌরসভার খেয়াঘাট বাসস্ট্যান্ডে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি এস. কে. শরিফের সভাপতিত্বে ও কানাইঘাট পৌর বিএনপির দপ্তর সম্পাদক কয়ছর আলমের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি মামুনুর রশিদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ ও হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, উপজেলা কৃষকদলের সভাপতি আলমাছ চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য মাহবুবুল আলমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খেয়াঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা জিয়া উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়