Saturday, December 27

সরকারিভাবে ‘প্রবাসী সম্মাননা-২০২৫’ পেলেন কানাইঘাটের একেএম ইয়াহইয়া


মহি উদ্দিন জাবের:

সিলেট জেলা প্রশাসনের আয়োজনে Expatriate Honor Award–2025 অর্জন করেছেন কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের জয়পুর গ্রামের সন্তান একেএম ইয়াহইয়া। প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে মানবিক, সামাজিক ও কমিউনিটি উন্নয়নমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে অবস্থানরত একেএম ইয়াহইয়া প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নানামুখী সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছেন। তিনি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কানাইঘাটের সাতবাঁক এলাকার প্রবাসীদের নিয়ে গঠিত ৪নং সাতবাঁক প্রবাসী সমাজকল্যাণ সংস্থা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে মানবিক সহায়তা, সামাজিক দায়িত্ববোধ এবং কমিউনিটি সেবায় বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে Expatriate Honor Award–2025 প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় একেএম ইয়াহইয়া বলেন, “নিজের কমিউনিটির জন্য করা কাজের সরকারি স্বীকৃতি পেয়ে আমি কৃতজ্ঞ। এই সম্মাননা আমার পরিবার, শিক্ষকবৃন্দ এবং সাতবাঁকের সকল প্রবাসী পরিবারের সম্মিলিত অর্জন।”

একেএম ইয়াহইয়া কানাইঘাটের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা রহিমিয়া আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তার বড় ভাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়