নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যেগে সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুবল চন্দ্র বর্মন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, আনসার বিডিপি কর্মকর্তা মুহিদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, থানার এসআই আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, খলিলুর রহমান, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুক্কুর প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাঁদের নির্যাতনের পর হত্যা করে। স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এ হত্যাযজ্ঞ সংগঠিত করে হানাদার বাহিনী। কিন্তু বাঙ্গালী জাতি মাথা উচু করে দাঁড়িয়েছে। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে এদেশের মানুষ সব সময় শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়