নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে বর্ণাঢ্য র্যালী, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে। র্যালীতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী খামারীরা অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণকৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, খামারি থেকে কৃষকরা গবাদি পশু পালনে ব্যাপক আগ্রহ বেড়ে যাওয়ার কারনে বাংলাদেশ এখন মাংস জাতীয় আমিষের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। তিনি কানাইঘাটের খামারী ও কৃষকদের গরু, মহিষ, ছাগল সহ অন্যান্য গবাদি পশু পালনের আরো এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকার গবাদি পশু লালন-পালনকারীদের প্রণোদনা, চিকিৎসা সেবা সহ নানা ভাবে উৎসাহ দিয়ে আসছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণকৃষ্ণ হাওলাদার বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৭ নভেম্বর বৃহস্পতিবার রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনা সভা, ২৮ নভেম্বর ভবানীগঞ্জ স্কুল মাঠে ফ্রি ভ্যাক্সিন প্রোগ্রাম, ২৯ নভেম্বর বিষ্ণুপুর স্কুল মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, ৩০ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাণি সম্পদের টেকসই উন্নয়নে তরুণ/নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, ১ ডিসেম্বর উপজেলা ভেটেনারী হাসপাতাল প্রাঙ্গনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃত্রিম প্রজনন সেবা এবং ২ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা প্রশাসন চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সমাপনী করা হবে। এসব অনুষ্ঠানে কানাইঘাটের খামারী, উদ্যোক্তা ও কৃষকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়