কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হান্নান ওরফে হানাই হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল হামিদ (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হান্নান ওরফে হানাই হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল হামিদ (৫৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল হামিদ উপজেলার ডাউকেরগুল কান্দলা এলাকার মৃত আলাউর রহমানের ছেলে।
র্যাব জানায়, নিহত আব্দুল হান্নান ওরফে হানাই কানাইঘাটের ডাউকেরগুল এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে জমি জবরদখল জেরে তার সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলছিল। গত ৯ নভেম্বর ভোরে পরিকল্পিতভাবে হামলাকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে হান্নানের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তিনদিন পর নিহতের ভাই বাদী হয়ে কানাইঘাট থানায় সংশ্লিষ্ট আইনে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮/১৭৭)। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলার আসামি আব্দুল হামিদকে গ্রেপ্তার করে র্যাব।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়