Friday, November 28

কানাইঘাটের ডা. কাজী শাহ আলম অধ্যাপক পদে পদোন্নতি পেলেন


নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের (ইএনটি) সহযোগী অধ্যাপক ডা. কাজী শাহ আলম অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০৩ জন চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতির যে প্রজ্ঞাপন জারি করে, সেখানে ডা. কাজী শাহ আলমের নামও অন্তর্ভুক্ত রয়েছে। প্রজ্ঞাপনটি স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষর করেন।

ডা. কাজী শাহ আলম দীর্ঘদিন ধরে নাক, কান ও গলা রোগের চিকিৎসা ও জটিল সার্জারি ক্ষেত্রে সুনাম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ১৯৮৫ সালে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, সিলেট এমসি কলেজ থেকে ১৯৮৭ সালে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯৬ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০০৫ সালে তিনি ডিএলও এবং ২০০৮ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিএস (ইএনটি) ডিগ্রি অর্জন করেন।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে ২০২১ সালের ১৫ মার্চ জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে সহযোগী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ গত ২৩ নভেম্বর ২০২৫ ইং তিনি প্রতিষ্ঠানটির অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ২০১৫ সালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কানের মাইক্রো সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণ নেন এবং ২০২৫ সালে সিঙ্গাপুরের চাঙ্গি জেনারেল হাসপাতালে নাকের সার্জারিতে বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া দেশ ও বিদেশের স্বনামধন্য জার্নালে তাঁর ৮টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক কনফারেন্সে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সেমিনার ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।

অধ্যাপক ডা. কাজী শাহ আলম সিলেটের কানাইঘাট পৌরসভার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মৃত মুহিবুর রহমানের ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। তাঁর এক কন্যা চিকিৎসক হিসেবে কর্মরত। তাঁর এই পদোন্নতিতে এলাকাবাসী, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়