Thursday, November 27

কানাইঘাটে তারুণ্যের উৎসবে সনদ বিতরণ


নিজস্ব প্রতিবেদক :

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যেগে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গোলক নিক্ষেপ ও সাঁতার প্রযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগীতার উদ্বোধন পরবর্তী বিজয়ী শিক্ষার্থীদের হাতে সমাপণী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার।

 

অনুষ্টানে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াইয়াহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ।

 

সনদ প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপিত হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে তারুণ্যের উৎসবে সকল আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে। তারুণ্যের উৎসবের মধ্যদিয়ে আমাদের দেশের শিক্ষার্থী, তরুণ ও যুবকরা নিজেরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়