Friday, October 10

অসহায় মানুষের পাশে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে অসহায় পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন সংগঠনটির সভাপতি ইকবাল হোসেইন।

সকাল ১১টায় তিনি দিঘীরপার পূর্ব ইউনিয়নের শাহপুর গ্রামের মরহুম সাইদুর রহমানের অসহায় মা ও সন্তানদের হাতে নগদ অর্থ প্রদান করেন।

এরপর বিকেল ৩টায় কানাইঘাট পৌরসভার ইট অ্যান্ড মিট রেস্টুরেন্টে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলার ২৫ জন দরিদ্র, অসহায় ও অসুস্থ রোগীর মধ্যে চিকিৎসা সহযোগিতার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহসাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, ইউপি সদস্য রমিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন, যুবনেতা সাইদুল আলম মাসুম, কনটেন্ট ক্রিয়েটর তুফায়েল ইসলাম তুহিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, ঠিকাদার মখলিছুর রহমান, ব্যবসায়ী নজরুল ইসলাম বেলাল প্রমুখ।

এসময় বক্তারা কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীদের এ ধরনের সহযোগিতা কানাইঘাটের অসহায় মানুষের জীবনে স্বস্তি বয়ে আনছে এবং সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়