নিজস্ব প্রতিবেদক :
'অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে মঙ্গলবার(২৬ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তন সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরীন সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালকুদার,রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় অর্থনৈতিক শুমারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা শুমারি সমন্বয়কারী মোহাম্মদ এমদাদ আলী, জোনাল অফিসার মৃদুল পাল।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়