Thursday, October 24

আপনার গলার স্বরই বলে দেবে ডায়াবেটিসে আক্রান্ত কি না

 


কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনেক কাজই ইদানীং সহজ হয়ে গেছে। সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাই টাইপ-২ ডায়াবেটিস শনাক্ত করতে পারে। গলার স্বর শুনেই কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বলে দেওয়া সম্ভব, শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কি না।

মায়ো ক্লিনিক-এর ‘ডিজিট্যাল হেল্থ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সমীক্ষা। মহিলাদের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ডায়াবেটিস শনাক্তকরণের সাফল্যের হার ৮৬ শতাংশ। পুরুষের ক্ষেত্রে ৮৬ শতাংশ। ডায়াবেটিস আক্রান্ত এবং আক্রান্ত নন, এমন মোট ২৬৭ জনের মধ্যে মূলত সমীক্ষা চালানো হয়েছিল।

দুই সপ্তাহ ধরে দিনে ছয় বার প্রত্যেকের গলার স্বর রেকর্ড করা হয়। রোবট চিকিৎসক ১০ সেকেন্ড গলার স্বরের রেকর্ড শুনেই ডায়াবেটিকদের চিহ্নিত করছে। রক্তে শর্করার মাত্রা বাড়লে সব সময় বাইরে থেকে তা বোঝা যায় না। অনেক সময় উল্লেখযোগ্য কোনো উপসর্গও প্রকাশ পায় না। যখন এই রোগ ধরা পড়ে, ততক্ষণে হয়তো রক্তে শর্করার মাত্রা বিপদসীমার মাত্রা পেরিয়েছে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এত সহজে ডায়াবেটিস নির্ণয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা।

এই সমীক্ষার আয়োজক কমিটিতে থাকা গবেষক ইয়ান ফোসাট জানাচ্ছেন, ‘স্বর শুনে ডায়াবেটিস চিহ্নিত করার এই প্রযুক্তি নবজাগরণের মতো। তবে এই ভয়েস প্রযুক্তির মাধ্যমে অন্যান্য রোগও শনাক্ত করা যায় কি না, তা নিয়েও গবেষণা চালানো হচ্ছে।’


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়