পূর্ব এশিয়ার দেশ চীনের সাংহাই শহরে সুপারমার্কেটে এক আততায়ীর ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। তারা বিবৃতিতে জানায়, সোমবার রাতে ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারী লিনকে (৩৭) সুপারমার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। সে ‘ব্যক্তিগত আর্থিক বিরোধের’ কারণে এই হামলা চালায়।
চীনা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আহতাবস্থায় ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনজন মারা যায়। বাকি ১৫ জনের অবস্থা শঙ্কামুক্ত।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়