Monday, October 28

কানাইঘাটে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে বাড়তি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান জোরদার করা হয়েছে। প্রতিদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম তদারকি সহ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। 

যাতে করে অসাধু ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে না পারে এজন্য বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন জানিয়েছেন এবং বাজার মনিটরিং এর পাশাপাশি হাট-বাজারে যানজট মুক্ত ও ফুটপাত মুক্ত অভিযানও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রশাসনের অভিযান জোরদার করায় ইতোমধ‌্যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিশেষ করে সবজির দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে ক্রেতারা জানিয়েছেন। প্রশাসনের অভিযান অব্যাহত থাকারও অভিমত ব্যক্ত করেছেন ক্রেতারা।

এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে আহবায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি সদস্য ও থানার অফিসার ইনচার্জকে সদস্য সচিব করা হয়েছে। 

তারা প্রতিদিন বাজার মনিটরিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবেন হবে বলে জানা গেছে। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়