Tuesday, October 22

জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাটে আনন্দ মিছিল


নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর তৃণমূল যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২২ অক্টোবর)  বিকেল সাড়ে ৩টায় ইউনিক কমিউনিটি সেন্টার হতে আনন্দ মিছিলটি বের হয়ে কানাইঘাট বাজার প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিমের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, নবগঠিত জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবদলের অন্যতম নেতা রুবেল আহমদ। কানাইঘাট উপজেলা তৃণমূল যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাংস্কৃতিক সম্পাদক হাকিম রব্বানী, গিয়াস উদ্দিন, মোঃ ইয়াহিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সুয়েব, ফয়ছল বাংলা, নুরুল আম্বিয়া, আব্দুল মানিক, আব্দুস সালাম, জয়নুল আবেদীন, জামাল উদ্দিন, কামরুল ইসলাম, শাহীন আহমদ, শহীদ আহমদ, শামীম আহমদ, সালেহ আহমদ, রফি উদ্দিন, নুর আহমদ, এখলাছ উদ্দিন সহ উপজেলা ও পৌর তৃণমূল যুবদলের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়