ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বিরল এক ঘটনা ঘটেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালটিতে ১৮টি যমজ শিশুর জন্ম হয়েছে। এর আগে কোনো হাসপাতালে এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায়নি।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপসঘোষ জানান, শিশুদের মধ্যে ১১ জন কন্যসন্তান এবং ৭ জন পুত্রসন্তান রয়েছে। মা ও শিশু সবাই আছে। তবে চারজনের ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থাও ভালো।
স্থানীয় চিকিৎসকদের দাবি, পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে এক দিনে এতগুলো যমজ শিশুর জন্ম নেয়ার ঘটনা এই প্রথম।
হাসপাতালটির সুপার তাপস ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৯ প্রসূতি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সবাই প্রথমবারের মতো মা হয়েছেন। ১৮ শিশুর মধ্যে চারজনের ওজন কম থাকায় তাদেরকে নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়েছে।
এই চিকিৎসক আরো বলেন, যমজ শিশুর জন্ম সবসময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছিল। হাসপাতালে জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে জুনিয়র চিকিৎসকরাই এই প্রসব প্রক্রিয়ার চাপ সামলেছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়