কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথম বিদেশ সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নেওয়া এই সফরের মূল লক্ষ্য হলেও সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বৈশ্বিক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে জাতিসংঘ সদর দপ্তরে যান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ বিশ্ব নেতারা ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ হয়।
অপরদিকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ড. ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।