কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ের আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে আগুন দেন তারা। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে।
অপরদিকে রাজধানীতে ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বিকেল পৌনে ৫টার দিকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে দেখা যায়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়