Thursday, August 15

পরিধি বাড়ছে অন্তর্বর্তী সরকারের, শুক্রবার শপথ আরও ৫ উপদেষ্টার


কানাইঘাট নিউজ ডেস্ক:

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। শুক্রবার নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। তবে তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকাল ৪টায় নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। কিন্তু কতজন উপদেষ্টা শপথ নেবেন, সেটা জানানো হয়নি।

গত ৮ আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এর মধ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ ১৪ জন ওইদিন শপথ নেন।

দেশের বাইরে থাকায় ডা. বিধান রঞ্জন রায়, সুপ্রদীপ চাকমা এবং ফারুক-ই-আজম সেদিন শপথ নিতে পারেননি। পরে গত রবিবার ডা. বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ নেন। মঙ্গলবার শপথ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ফারুক-ই-আজম। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধানসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

এদিকে ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। সেখান থেকে নতুন পাঁচ উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হবে।

সূত্র: ঢাকাটাইমস


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়