Thursday, April 4

কানাইঘাটে রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ


নিজস্ব প্রতিবেদক ::

ফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠিতা চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী রনি সরোয়ার চৌধুরীর সৌজন্যে কানাইঘাটে খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।


বুধবার বিকেল ৫টায় কানাইঘাট বাজার ত্রি-মোহনী পয়েন্টে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রফিকুল হক চৌধুরী স্মৃতি পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে কয়েক’শ খেটে খাওয়া পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি জালাল আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন রশিদ মামুন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাউন্সিলর এম এইচ আল-আমিন, সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, পৌর বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রুহুল আমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ রানা, বিএনপি নেতা আক্তার আহমদ, সাবেক ছাত্রনেতা হাফিজ আহমদ সুজন, পৌর ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ আহমদ, উপজেলা যুবদল নেতা মোঃ ইয়াহইয়া, উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুমিন সরকার, যুবদল নেতা হাসান আহমদ, যুবদল নেতা হারুন রশিদ, যুবদল নেতা সামসুদ্দিন, যুবদল নেতা আসবেল আহমদ, স্বেচ্ছাসেবকদল নেতা নোমান আহমদ, যুবদল নেতা রেজাউল করিম, আলমগীর হুসেন, খালেদ আহমদ, কামরান আহমদ, সাহাদত হোসেন রুহান প্রমুখ।


ইফতার বিতরণকালে তারা বলেন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবী প্রয়াত রফিকুল হক চৌধুরী স্মৃতি ধরে রাখার জন্য তার সুযোগ্য নাতি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা সমাজকর্মী রনি সরোয়ার চৌধুরী উক্ত পরিষদের মাধ্যমে এলাকায় মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। বিগত দিনে দরিদ্র অসহায় মানুষকে সাধ্যানুযায়ী সহযোগিতা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন। পথচারীদের মাঝে রফিকুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে ইফতার বিতরণ করায় তারা রনি সরোয়ার চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে রমজান ও ঈদে সবাইকে সহযোগিতার প্রসারিত করারও আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়