নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা নাসরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ,স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তনয় কুমার বর্ধন,ডা. এরফানুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাস, ইপিআই টেকনিশিয়ান শরীফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে কানাইঘাটে দিনব্যাপী ২১৭ টি কেন্দ্রে ৪৫ হাজার ৮৬২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১৮০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪০ হাজার ৬৮২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়