Monday, July 17

মাহফুজ সিদ্দিকীর পিতার মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাবের শোক


নিজস্ব প্রতিবেদক:

তিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ সিদ্দিকীর পিতা কানাইঘাট সদর ইউপির বাটইশাইল গ্রাম নিবাসী এলাকার পঞ্চায়েত মুরব্বী সমাজসেবী নুর উদ্দিনের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (১৭ জুলাই) এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ বলেন, সাংবাদিক মাহফুজ সিদ্দিকীর পিতা নুর উদ্দিন এলাকার একজন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিলেন। এলাকার শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। সব-সময় তিনি সমাজের সকল ভালো কাজে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন প্রবীণ মুরব্বী ও সমাজসেবীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার মতো নয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়