Sunday, June 11

আ.লীগ নেতা রফিক আহমদের মৃত্যুতে সাংসদ মজুমদারের শোক


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ রফিক আহমদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার।

এক শোক বার্তায় তিনি বলেন, কানাইঘাট আওয়ামী লীগের দুর্দিনে রফিক আহমদ অত্যন্ত বলিষ্ট ভূমিকা পালন করেছিলেন। সব-সময় তিনি দলের প্রতি অনুগত থেকে কানাইঘাটে আওয়ামী লীগকে সুসংগঠিত করার পাশাপাশি সামাজিক অঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন। তার মৃত্যুতে কানাইঘাটবাসী একজন নির্বীক সমাজসেবী ও আওয়ামী লীগের একজন প্রবীণ নিবেদিত প্রাণকর্মীকে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার মতো নয়। আওয়ামী লীগ সব-সময় রফিক আহমদের অবদানকে স্মরণ রাখবে বলে শোকবার্তায় সাংসদ হাফিজ আহমদ মজুমদার উল্লেখ করেন। 
শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়