Sunday, June 11

আ.লীগ নেতা রফিক আহমদের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক


নিজস্ব প্রতিবেদক:  

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সহ-সভাপতি কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদের দাফন সম্পন্ন হয়েছে। 

রবিবার(১১ জুন) বাদ যোহর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে রফিক আহমদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বৃষ্টির মধ্যেও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীবৃন্দ, আলেম-উলামা, বিশিষ্ট জন সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন। 

জানাজা শেষে তার লাশ নন্দিরাই পূর্ব শাহী ঈদগাহ সংলগ্ন গুরুস্তানে দাফন করা হয়। জানা যায়, কিডনি জনীতসহ নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা রফিক আহমদ গত শনিবার রাত ১২টা ১মিনিটের সময় রফিক আহমদ তার নিজ বাড়ী কানাইঘাট পৌরসভার নন্দিরাই পূর্ব সোনারতালুক গ্রামে মারা যান(ইন্নানিল্লাহি..........রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রফিক আহমদের জানাজার নামাজে অংশগ্রহণ করেন, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিব আহমদ, সিলেট আল-হারামাইন হাসপাতালের পরিচালক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব অলিউর রহমান সহ নেতৃবৃন্দ। জানাজার নামাজ পড়ান দারুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। 

জানাজার নামাজ পূর্বে রফিক আহমদের কর্ম জীবনের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, দারুল উলূম মাদ্রাসার শায়খুল হাদিস মাও. শামসুদ্দীন দুর্লভপুরী। 

উল্লেখ্য যে, রফিক আহমদ দীর্ঘদিন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়ালী কমিটির সদস্য, দারুল উলূম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও উপজেলা কন্ট্রাক্টর এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং কানাইঘাট সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন তিনি। 

এদিকে প্রবীণ রাজনীতিবিদ সমাজসেবী রফিক আহমদের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়