Wednesday, May 17

কানাইঘাটে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক:  

কানাইঘাটে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি মায়েদের সম্মাননা দেওয়া হয়েছে। 

বুধবার(১৭ মে) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা সভাকক্ষে বিশ্ব মা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুল নাহারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, থানার এস.আই মিজানুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি শাহিন আহমদ সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ। 

মা দিবসের আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের ২ জন সদস্যের মাকে উৎসাহ প্রদানের জন্য সম্মাননা পুরষ্কার প্রদান ও আইজিএ প্রকল্পের ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল শো-পিছ ট্রেডের প্রশিক্ষণার্থী ৫০ জনকে ১২,০০০/- টাকা করে প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়। শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়