Saturday, November 26

কানাইঘাটে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

ব্যারিস্টার মাওলানা কুতুব উদ্দিন আহমদ শিকদারের দাওরায়ে হাদীসের সনদপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২৬ নভেম্বর) সকালে শিকদার ফাউন্ডেশনের আয়োজনে শিকদার ফাউন্ডেশন কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

শিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার মাওলানা কুতুব উদ্দিন আহমদ শিকদারের সভাপতিত্বে মাওলানা শাব্বির আহমদ,মাওলানা আলী আবদীন ও মাওলানা নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু হুযায়ফা। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য সচিব এ কে এম বদরুল আমীন। 


ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দরগাহ মাদরাসার মুহতামিম মুহিবুল হক গাছবাড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেংগা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা নযীর আহমদ ঝিংগাবাড়ী, রাজাগঞ্জ মাদ্রাসার সাবেক মুহতামীম মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ী,শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী ,রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা মমতাজ উদ্দিন লামাপাড়ী,হরিপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ,সিলেট আয়শা সিদ্দিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী,শায়খুল হাদীস মাওলানা হাবীবে রাব্বানী চৌধুরী,রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম,নিছারিয়া ফয়েজে আম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম,লালারচক মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউর রহমান,খাদিজাতুল কুবরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিল,তালবাড়ী ইউসুফিয়া ফাযিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফ উদ্দিন,সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার সাজিদ মিয়া, শিকদার ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান,মাওলানা মাহদি হাছান,মাওলানা তাজুল ইসলাম ফাহিম,মাওলানা নাজিম উদ্দিন,মাওলানা আমিমুল ইহসান শামিম প্রমুখ। 

উলামা মাশায়েখ সম্মেলন শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম উলামাদের কে সম্মাননা প্রদান করা হয়।
শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়