Saturday, November 5

সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে কানাইঘাটে কৃষকদলের কর্মী সভা


নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় মহা-সমাবেশ সফলের লক্ষ্যে কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্যাপক প্রচার-প্রচারণা, প্রস্তুতি মূলক মতবিনিময় সভা ও উঠান বৈঠক শুরু হয়েছে।  

এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় মহাসমাবেশ স্বতঃস্ফুর্ত ভাবে যোগদানের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(৫ অক্টোবর)  বিকেল ৪টায় পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক আলমাছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কৃষকদলের সদস্য সচিব মোঃ খয়ের উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহিন আহমদে, পৌর কৃষক দলের আহবায়ক রাসেদুল হাসান টিটু, উপজেলা কৃষকদলের সদস্য আব্দুন নুর, এবাদুর রহমান মেম্বার, আজিজুল আম্বিয়া, মঞ্জুর রশিদ, মালেক খান, আব্দুন নুর, জিল্লুর রহমান কামিল, আশরাফুল আম্বিয়া, আব্দুর রহিম মেম্বার, হারুনুর রশিদ মেম্বার, আতাউর রহমান মেম্বার, আব্দুল হান্নান, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, পৌর কৃষক দলের সদস্য বিলাল আহমদ, আফতাব উদ্দিন, নুরুল ইসলাম, এখলাছুর রহমান, জসিম উদ্দিন, শামীম আহমদ প্রমুখ। 

বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মীসভায় উপজেলার ৯টি ইউনিয়ন পৌরসভা থেকে কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীরা সিলেট বিভাগীয় মহা সমাবেশে মিছিল সহকারে যোগদান সহ উপজেলার সর্বত্র প্রচার-প্রচারণা চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়