Wednesday, November 16

টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পেলেন কানাইঘাটের দুই গুণী শিক্ষক


কানাইঘাট নিউজ ডেস্ক :

সমাজে সবচেয়ে শ্রদ্ধার ও আলোকিত মানুষ হলেন- শিক্ষক। মূলত তাদের আদর্শিক আলোয় আমরা ব্যক্তি ও সমাজে অবদান রাখলেও অবসর নেওয়ার পর এসব শিক্ষকদের কেউ আর খোঁজ খবর নেয়না। বার্ধক্য, আর্থিক অনটনসহ নানা সমস্যায় দিন পার করেন এসব শিক্ষকরা। বিগত কয়েক বছর ধরেই এসকল শিক্ষকদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সম্মানিত করছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘টি আলী স্যার ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার সিলেট নগরীর বন্দরবাজার রাজা জিসি হাইস্কুলের হলরুমে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত ২৪ গুণী শিক্ষককে সম্মানিত করা হয়। এর মধ্যে কানাইঘাট উপজেলার ২ জন গুণী শিক্ষকও রয়েছেন। তাঁরা হলেন চরিপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম এবং বীরদল এন.এম একাডেমির সাবেক সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন। 

গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। রাজা জিসি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মুমিতের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট সরাকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফৌজিয়া আক্তার। শুরুতেই স্বাগত বক্তব্য দেন টি আলী স্যার ফাউন্ডেশনের বাংলাদেশ সমন্বয়ক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান।

অন্যানের মধ্যে বক্তব্য দেন রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল আলী, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আলম।

পরে সম্মাননাপ্রাপ্ত ২৪ শিক্ষক ও তাদের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হয়। 

এরমধ্যে ৫ জনকে দেওয়া হয় আদর্শ শিক্ষকের সম্মাননা দেওয়া হয়। অন্য ১৯ শিক্ষককে তাদের বায়োগ্রাফি তুলে দেওয়া হয়। এছাড়া সম্মননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে আর্থিক অনুদান দেওয়া হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়