Tuesday, October 18

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলার সড়কের বাজার উচ্চ বিদ্যালয় সহ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে "শেখ রাসেল ডিজিটাল ল্যাব’র উদ্বোধন করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নূর, আনোয়ার হোসেইন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। 
 
উদ্বোধন পরবর্তী বিদ্যালয়ের অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আব্দুল আহাদের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নূর, আনোয়ার হোসেইন, মোশাররফ হোসেইন প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়