Monday, August 15

কানাইঘাটে সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদাননিজস্ব প্রতিবেদক::

যুক্তরাজ্যস্থ 'সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশের উদ্যোগে সিলেটের কানাইঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ।

সোমবার দুপুরে সদর ইউনিয়নের বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে নগদ ১ লাখ ১৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। 


স্বাস্থ্য পরিদর্শক ডাঃ ময়নুল হকের সভাপতিত্বে ও সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশনের সিলেট সমন্বয়কারী জায়েদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিউল আলম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল এন.এম একাডেমির প্রধান শিক্ষক মাহবুবুল হক,সিনিয়র শিক্ষক দিলদার হোসেন, সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশনের প্রতিনিধি সুমন আহমদ,বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হুসেন,কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, শিক্ষক ফারুক আহমদ, ইউপি সদস্য সেলিম উদ্দিন, সমাজসেবী মোহাম্মদ আলী  প্রমুখ।

এসময় বক্তারা কানাইঘাটের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাউদার্ন ব্যাডমিন্টন এসোসিয়েশনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়