Tuesday, June 21

কানাইঘাটে বন্যার্তদের পাশে প্রবাসী ইকবাল


কানাইঘাট নিউজ ডেস্ক ::
কানাইঘাট উপজেলায় ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে মারাত্মক দূর্ভোগে পড়েছেন শতকরা ৯০ ভাগ মানুষ। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে উপজেলার  ৯টি ইউনিয়নের প্রায় পুরো এলাকা। শতকরা  ৬০ ভাগ মানুষের ঘরে পানি ঢুকে পড়েছে। উপজেলার নিন্মঞ্চলের বিভিন্ন গ্রাম বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছ। ঘরে পানি ঢুকে পড়ায় দিন মজুর, শ্রমিক শ্রেণির মানুষদেরকে না খেয়ে থাকতে হচ্ছে।

এমতাবস্থায় প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল হুসাইন গত চার দিন থেকে তার ব্যক্তিগত পক্ষ থেকে পানিবন্দি মানুষের মধ্যে ৪০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে ।

কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের  নিম্নাঞ্চলে প্লাবিত বেশ কয়েকটি গ্রাম ও আশ্রয়কেন্দ্র এ শুকনো খাবার বিতরণ করা হয় । এ প্রসংগে প্রবাসী ইকবাল হুসাইন স্থানীয় সাংবাদিকদের বলেন,খাবার নিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে ছুটে চলা। আমি দেশের বাহিরে থাকলে ও মন পড়ে আছে সার্বক্ষণিক জন্ম ভূমি সিলেটের  মানুষের পাশে। 

এছাড়া তিনি সার্বক্ষণিক উনার নিজ এলাকার কানাইঘাট উপজেলা সহ ঝিংগাবাড়ি ইউনিয়নে মানুষের  খোঁজখবর নিচ্ছেন, তিনি আরও বলেন, কানাইঘাট  উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে অবিলম্বে সকল প্রকার সহযোগিতার জন্য সরকারের প্রতি আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়