Monday, May 2

এখলাছুর রহমান এখলাছের ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে ফ্রান্স প্রবাসী এবং সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিশিষ্ট সামাজ সেবী মোঃ এখলাছুর রহমান এখলাছ।

তিনি কানাইঘাট উপজেলাবাসী  সহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্ধ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।

বিশ্বব্যাপী করোনা ক্লান্তিকালে গত বছরের তুলনায় এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে সবাইকে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি হতদরিদ্র গরীব অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি। ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের আবারও  জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়