নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যা দূর্গতদের মাঝে তৃতীয় দিনেও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবী আধুনিক বাংলা পত্রিকার সম্পাদক,ফেমেক্স এডুকেশন ও ইউনিটি অফ ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশের চেয়ারম্যান রোটারিয়ান শিহাব উদ্দিন।
শনিবার তিনি বড়চতুল ইউনিয়নের হখারাই,লখাইরগ্রাম সদর ইউনিয়নের নিজ চাউরা, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেছা বন্যা আশ্রয়কেন্দ্র , পৌরসভার বায়মপুর এলাকায় পানিবন্দি ৩০০ পরিবারের মাঝে দিনব্যাপী শুকনো খাবার বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চড়িপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী,বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ৯ ওয়ার্ডের ইউপি সদস্য ইসলাম উদ্দিন,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মুতলিব,ফেমেক্স এডুকেশনের ডিরেক্টর মুস্তাফিজুর রহমান সামি,দক্ষিণ সুরমা ছাত্রলীগের সদস্য হাসিবুর রহমান, লিমন আহমদ প্রমুখ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়