Friday, April 29

এপিপি আব্দুস সাত্তারের ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক :

সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক জেলা বারের যুগ্ম সম্পাদক, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট আব্দুস সাত্তার। 


কানাইঘাট উপজেলা বাসী  সহ দেশ ও বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্ধ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।বিশ্বব্যাপী করোনা ক্লান্তিকালে গত বছরের তুলনায় এ বছর ঈদুল ফিতর ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। এ কঠিন সময়ে সবাইকে সমাজের স্বচ্ছল ব্যক্তিবর্গের প্রতি হতদরিদ্র গরীব অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের আহ্বান জানাচ্ছি। ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানদের আবারও  জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়