Wednesday, April 27

কাউন্সিলর জমিরের ঈদ শুভেচ্ছা


কানাইঘাট নিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমির উদ্দিন কামরান ওয়ার্ডবাসী ও সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায়  জমির উদ্দিন কামরান বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ধনী-গরিব, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের দুঃস্থ, দরিদ্র  মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আমি আশা প্রকাশ করছি।

উল্লেখ্য জমির উদ্দিন কামরান তার ব্যাক্তিগত অর্থায়নে বিগত করোনাকালীন সময় থেকে গরিব-অসহায়দের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছেন এবারও তিনি দুঃস্থদের মাঝে পবিত্র রমজান মাসের ইফতার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।  ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী আশেপাশের অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়