Saturday, March 12

কানাইঘাটে বন্য শুকরের আক্রমণে আহত ৪


নিজস্ব প্রতিবেদক  :

কানাইঘাটে বন্য শুকরের আক্রমণে ৪ জন আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব  ইউনিয়নের সীমান্তবর্তী কালিজুরি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউপি সদস্য আলতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে হঠাৎ একটি বন্য শুকর বেপরোয়া হয়ে কালিজুরি গ্রামের নুরুল হকের ওপর আক্রমণ চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে পর্যায়ক্রমে আরও তিনজনের ওপর আক্রমণ করে আহত করে শুকরটি। 

আহতরা হলেন, উপজেলার কালিজুরি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাবেক ইউপি সদস্য নুরুল হক,একই গ্রামের নুর হোসেনের পুত্র শাহীন আহমদ(২২) তার ভাই শমসের আলম(৩২) ও পৌরসভার বায়মপুর গ্রামের মৃত ভশির আহমদের ছেলে মোস্তফা(৫০)।

তাদের মধ্যে নুরুল হকের অবস্থা  গুরুতর বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট হাসপাতালে নিয়ে সলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

স্থানীয়দের ধারণা, শুকরটি কোন শিকারির ধাওয়া খেয়ে লোকালয়ে চলে এসে লোকজনের উপর আক্রমণ করে। 

পরে এলাকার লোকজন শুকরটিকে পিটিয়ে মেরে ফেলে।









শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়