Friday, January 7

কমিউনিটি নেতা আব্দুর রাহমানের ইন্তেকাল


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট এসোসিয়েশন ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক ট্রেজারার, এবং বর্তমান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রাহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি ) লন্ডনের একটি হাসপাতালে কোনো উপসর্গ ছাড়াই করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আব্দুর রহমান ছিলেন কমিউনিটির একজন অভিভাবক। কমিউনিটির মানুষ বিশেষ করে কানাইঘাটের মানুষের সব সুখ-দুঃখের সাথি ছিলেন তিনি।

 

এদিকে একজন সমাজ হিতৈষীর মৃত্যুতে লন্ডনে প্রবাসী কানাইঘাট কমিউনিটি তথা বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । 

কানাইঘাট এসোসিয়েসন ইউকে'র নেতৃবৃন্দ  তাঁর মৃত্যুতে  গভীর  শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


মরহুমের জানাজার নামাজ আজ বাদ জুমু’আ ইষ্ট লন্ডনে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে সকলের  উপস্থিতি ও দোয়া কামনা করেছেন কানাইঘাট এসোসিয়েসন ইউকে'র সভাপতি নজিরুল ইসলাম,সেক্রেটারী মখলিছুর রাহমান ও ট্রেজারার আহমেদ ইকবাল চৌধুরী


 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়