নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনে কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
কানাইঘাট উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন পরবর্তী আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় দূর্নীতি বিরোধী এ সভায় প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, বক্তব্য দেন পৌর মেয়র লুৎফুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুধাংস রঞ্জন দেব, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির চেয়ারম্যান ডাঃ ফয়েজউ দ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, সাধারণ সম্পাদক আহমদ হোসেন, সহ-সভাপতি মাস্টার ইয়াহিয়া, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সুবেদার আফতাব উদ্দিন, একে শামীম আহমদ সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় দূর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে দেশ প্রেমে উদ্বোদ্ব হয়ে কাজ করার প্রতি আহবান জানানো হয়। সেই সাথে দূর্নীতি বিরোধী সচেতনতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানানো হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়