Saturday, October 2

দাবি আদায়ে গান্ধীর শান্তিপূর্ণ আন্দোলন সারাবিশ্বে সমাদৃত: আইনমন্ত্রী

 


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দাবি আদায়ে মহাত্মা গান্ধীর অহিংস নীতি বা শান্তিপূর্ণ আন্দোলন আজ সারাবিশ্বে সমাদৃত। তিনি ছিলেন মানব দরদী ও নির্মোহ মানুষ। মহাত্মা গান্ধী সত্যগ্রহ দর্শনের মাধ্যমে মানবকল্যাণ ও দারিদ্র্য দূরিকরণে মানুষের মাঝে নেতৃত্ব সৃষ্টি করেছেন।

শনিবার মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস ও নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সোমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন, আসাদুজ্জামান নূর এমপি, এরোমা দত্ত এমপি,  বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী বিক্রম কে দোরাইস্বামী।

অনুষ্ঠানে শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ফিতা কেটে নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়