Saturday, September 25

কানাইঘাট উপজেলা আ.লীগের বর্ধিত সভা রোববার


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা আগামীকাল রোববার বিকেল ৩ টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এ-বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি সংগঠনকে ঢেলে সাজানো এবং দলের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। বর্ধিত সভা শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির সভা দলের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় যথা সময়ে সবাইকে উপস্থিত থাকার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম আহব্বান জানিয়েছেন। 

বর্ধিত ও কার্যনিবাহী কমিটির সভায় সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সদস্য এডভোকেট ফখরুল ইসলাম সহ দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়