Wednesday, May 12

কানাইঘাটে ইউনিভার্সাল মডেল স্কুলে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান


কানাইঘাট নিউজ ডেস্ক :

কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ইউনিভার্সাল মডেল স্কুলে মাহে রমজান মাসব্যাপী  সহীহ কুরআন শিক্ষা কোর্সের সমাপনী ক্লাস ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল (১০ মে)  সোমবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য হাজী নিজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠান প্রধান মহি উদ্দিন জাবেরের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছবাড়ী জামিউল উলুল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, গবেষক ও সমাজসেবী মো: আব্দুর রহীম, নূরনবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাসুক আহমদ, গাছবাড়ী টিভির এমডি শিক্ষক জাহেদ হোসাইন রাহীন, ব্রাহ্মণগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা আনসারুল হক। বক্তব্য রাখেন, গাছবাড়ী সামিট মাদরাসার শিক্ষক মাওলানা গোলাম কিবরিয়া, সমাজসেবী আতিকুর রহমান, সহীহ কুরআন শিক্ষা কোর্সের শিক্ষক জসীম উদ্দিন ও মুস্তায়িনুর রহমান মাওদুদ, আলহেরা দাখিল মাদরাসার শিক্ষক শিহাব উদ্দিন, ইউনিভার্সাল মডেল স্কুল ম্যানেজিং কমিটির সদস্য হাফিজ নিজাম উদ্দিন, শিক্ষক মাহফুজুর রহমান সহ প্রমুখ।

উল্লেখ্য, কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে বঙ্গানুবাদসহ কুরআন শরীফ উপহার দেওয়া হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়