Wednesday, May 12

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলমাছ চৌধুরীকানাইঘাট নিউজ ডেস্ক :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বড়চতুল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলমাছ উদ্দিন চৌধুরী।


এক ঈদ আনন্দ বার্তায় আলমাছ উদ্দিন চৌধুরী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আমি কানাইঘাটবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই ‘ঈদ মোবারক।’


তিনি আরো বলেন,‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। তাই সবাইকে তিনি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়