Sunday, April 4

কানাইঘাটে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : 

সিলেটের কানাইঘাটে "ইউনিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকে"র ব্যবস্থাপনায় এবং কৃষিবিদ নিজাম উদ্দিন অাহমেদ চৌধুরীর পৃষ্ঠপোষকতায়  সমাজের বিভিন্নস্তরের ৬০ জন শিশুকে খৎনা দেয়া হয়েছে। 


রবিবার ৪এপ্রিল সকাল ১০ ঘটিকার সময়  উপজেলার সদর ইউনিয়নের ছোটদেশ ইসলামিক কিন্ডারগার্টেনে ফ্রি খৎনা ক্যাম্প উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাওলানা মুহাম্মদ নছির উদ্দিনের সভাপতিত্বে সদর ইউনিয়নের নৌকা প্রতীক প্রত্যাশি প্রভাষক আফসার উদ্দিন আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা শফিকুল হক সুরইঘাটী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকে'র বাংলাদেশের সভাপতি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, শাহবাগ মাদ্রাসার শিক্ষক মুফতি এবাদুর রহমান,মাওলানা শাহাবুদ্দিন, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল,  ব্যবসায়ী মোঃ আব্দুল করিম, এলাকার মুরব্বি অলি উর রহমান প্রমূখ।


দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে খৎনা শেষে শিশুদেরকে প্রয়োজনীয় ঔষুধ ও পোষাক সামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়