কানাইঘাট নিউজ ডেস্ক :
কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিজয়ীদের গেজেট-শপথ গ্রহণে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট ডিভিশনের আপীল বিভাগের চেম্বার জজ আদালত।
পৌরসভার মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমানের রীট পিটিশনের প্রেক্ষিতে রোববার (২৮ ফেব্রুয়ারি) আদালত এ রায় দেন। এ আদেশের প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ গ্রহণে আর কোন বাধা রহিল না ।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী লুৎফর রহমান।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিনের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ পৌরসভার সদ্য সমাপ্ত নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করেন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান দলের বিদ্রোহী প্রার্থীর চেয়ে মাত্র ১৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়