Sunday, February 28

কানাইঘাট পৌরসভা নির্বাচনের গেজেট-শপথে বাধা কাটলো


কানাইঘাট নিউজ ডেস্ক : 

কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিজয়ীদের গেজেট-শপথ গ্রহণে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট ডিভিশনের আপীল বিভাগের চেম্বার জজ আদালত।


পৌরসভার মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমানের রীট পিটিশনের প্রেক্ষিতে রোববার (২৮ ফেব্রুয়ারি) আদালত এ রায় দেন। এ আদেশের প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ গ্রহণে আর কোন বাধা রহিল না ।


বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী লুৎফর রহমান।


এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল আমিনের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ পৌরসভার সদ্য সমাপ্ত নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিত করেন।


প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান দলের বিদ্রোহী প্রার্থীর চেয়ে মাত্র ১৪৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়