Sunday, July 12

ইফজাল হত্যার প্রতিবাদে কানাইঘাট মাছুখাল বাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট উপজেলার বাসিন্দা এমসি কলেজের মেধাবী শিক্ষার্থী হাফিজ ইফজাল আহমদের হত্যাকান্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে ফুঁসে উঠছে জনতা। 
 
দ্রুত হত্যা রহস্য উদঘাটন ও খুনীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে সোচ্চার জনগণ। দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন, ময়না তদন্ত রিপোর্ট প্রকাশ ও অপরাধীদের চিহৃিত পূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা। 
 
আজ রবিবার (১২ জুলাই ) বিকালে উপজেলার মাছুখাল বাজারে মানববন্ধন কর্মসূচিতে বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার নজমুল ইসলামের সভাপতিত্বে ও সংস্থার সেক্রেটারী রেজাউল করিম মসরুরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সভাপতি সেলিম আহমদ।
 
বক্তব্য দেন গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মাস্টার লোকমান উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি তাওহীদুল ইসলাম, গাছবাড়ী যুব সমাজের আহবায়ক বুরহান উদ্দিন, কানাইঘাট উপজেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, গাছবাড়ী যুব সমাজের মুখপাত্র ও শাবিপ্রবির শিক্ষার্থী মহি উদ্দিন জাবের, আল ইসলাহ সেবা সংঘের সভাপতি ইব্রাহীম আলী, কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি শামসুল চৌধুরী, গাছবাড়ী আইডিয়্যাল কলেজের ছাত্রনেতা তৌহিদুল আম্বিয়া, এমসি কলেজের শিক্ষার্থী আবু বকর, নয়াগ্রাম সমাজ কল্যাণ সিমিতির সদস্য আবু বকর, সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
কানাইঘাট নিউজ ডটকম/১২ জুলাই ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়