Wednesday, July 1

অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিমিটার পাচ্ছে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক: 
৩টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিমিটার পাচ্ছে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 

কানাইঘাট ওয়েলফেয়ার  এসোসিয়েশন  ইউকে ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের যৌথ উদ্দ্যােগে সিলেট জেলার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া হচ্ছে  ৩টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর ও অক্সিমিটার। 

যা দিয়ে কোন ধরনের খরচ ছাড়াই হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন।  


যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী  সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. রকিব সুযোগ্য  পুত্র এ কে এম  সামসুজ্জামান বাহার,  অাল্লামা মোশাহিদ বায়োমপুরী  সুযোগ্য  পুত্র সেক্রটারী মো: রাশিদ আহমদ এবং ট্রেজারার মো: কামাল উদ্দিন এর নেতৃত্বে   জালালাবাদ এসোসিয়েশন ইউকের  সঙ্গে  আলোচনা করে  এই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। 

ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতৃপক্ষের  সাথে যোগাযোগ হয়েছে তারা এই শুভেচ্ছা উপহার সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছেন।

আগামী সাপ্তাহে  সংশ্লিষ্টদের  ট্রেনিং সহ  কনসেনট্রেটর ও অক্সিমিটার হাসপাতাল কতৃপক্ষের হাতে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। 

কানাইঘাট নিউজ ডটকম /০১ জুলাই ২০২০

শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়