Sunday, May 31

এক নজরে কানাইঘাটের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদক:
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গোঠা উপজেলায় এসএসসি পরীক্ষায় মাত্র ৪৪ জন পরীক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় মাত্র ১জন পরীক্ষার্থী এপ্লাস পেয়েছে।

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৫’শ ২৩ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৯২০ জন পরীক্ষার্থী। উপজেলার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৬.১০%। সার্বিক ফলাফলের দিক থেকে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়  উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে।

ফলাফলের দিক থেকে উপজেলার একমাত্র সরকারি স্কুল কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১১টি এপ্লাস সহ ১০৩ জন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৩৯ জনের মধ্যে ১টি এপ্লাস সহ ৯৫ জন, বীরদল এনএম একাডেমি থেকে  ১০১ জনের মধ্যে ৭৮ জন, ছোটদেশ উচ্চ বিদ্যালয়ে ৪টি এপ্লাস সহ ১১৪ জনের মধ্যে ৯১জন, বড়দেশ উচ্চ বিদ্যালয় থেকে ১৪২ জনের মধ্যে ১১৯ জন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১টি এপ্লাস সহ ৮৪ জনের মধ্যে ৬২ জন, গাছবাড়ী মর্ডান একাডেমি থেকে ২২৩ জনের মধ্যে ৬ টি এপ্লাস সহ ১৭১ জন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ জনের মধ্যে ৭৪ জন, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২টি এপ্লাস সহ ৯৯ জনের মধ্যে ৭৭ জন,সুরমা উচ্চ বিদ্যালয় থেকে ২১৮ জনের মধ্যে ১৪৫ জন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় থেকে ৪টি এপ্লাস সহ  ১৬৭জনের মধ্যে ১২৬ জন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ জনের মধ্যে ৪৯ জন, চরিপাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩টি এপ্লাস সহ ১০১জনের মধ্যে ৯১ জন, মূলাগুল উচ্চ বিদ্যালয় থেকে ১টি এপ্লাস সহ ১০১ জনের মধ্যে ৭০ জন, জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১টি এপ্লাস সহ ১১৪ জনের মধ্যে ৮৭ জন,দূর্গাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬টি এপ্লাস সহ ১৬৪ জনের মধ্যে ১৪৬ জন, সুরইঘাট উচ্চ বিদ্যালয় থেকে ২টি এপ্লাস সহ ১১১ জনের মধ্যে ৮৪ জন, কাড়াবাল্লা বিদ্যানিকেতন থেকে ৬০ জনের মধ্যে ৪৩ জন, বড় চতুল হাইস্কুল থেকে ৭০ জনের মধ্যে ৫৬ জন, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জনের মধ্যে ৩৫ জন,মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি থেকে ১টি এপ্লাস সহ ৯১ জনের মধ্যে ৭০জন, কানাইঘাট পাবলিক হাই স্কুল থেকে ১টি এপ্লাস সহ ৭০ জনের মধ্যে ৫১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।



অপরদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৩টি মাদ্রাসায় ৪৮৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩৭৬জন। এর মধ্যে কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা থেকে ৫৩ জনের মধ্যে ৪৬ জন, গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসা থেকে ৭৭ জনের মধ্যে ৪১ জন, ঝিঙ্গাবাড়ী ফাযিল মাদ্রাসা থেকে ৩৪ জনের মধ্যে ২৮জন, রহিমিয়া আলিম মাদ্রাসা থেকে ৪৪ জনের মধ্যে ৩২ জন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা থেকে ৪০ জনের মধ্যে ২২ জন,লামা ঝিঙ্গাবাড়ী দাখিল মাদ্রাসা ৩৬জনের ৩৪ জন, ফাগুঝিঙ্গারখাল দাখিল মাদ্রাসা ২৭জনের মধ্যে ২৪জন, গাছবাড়ী মহিলা মাদ্রাসা ৩১জনের মধ্যে  ২৮জন,হাজী আব্দুল খালিক মহিলা মাদ্রাসা থেকে  ২২জনের মধ্যে ১৮ জন,জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪৪জনের মধ্যে ৪৪জন,আল-হেরা দাখিল মাদ্রাসা থেকে ৩৩জনের মধ্যে ২৫ জন,শাহজালার সাত্তারিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০জনের মধ্যে ১৫ জন,তাহিরিয়া সালাফিয়া দাখিল মাদ্রসা থেকে ২২ জনের মধ্যে ১৯জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মাদ্রাসা পর্যায়ে পাশের হার ৭৭.৮৪%।

কারিগরি শিক্ষাবোর্ড থেকে সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও হারিছ চৌধুরী টেকনিকেল স্কুল এন্ড কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৭ জন পাশ করেছেন।



কানাইঘাট নিউজ ডটকম/৩১ মে ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়