Thursday, May 21

দিঘীরপার ইউনিয়নে শিশু খাদ্যসহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত

কানাইঘাট নিউজ ডেস্ক:   
বাংলদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত শিশু খাদ্য কানাইঘাট দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল বিতরণ করেছেন। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে শিশু খাদ্য ৫০, শুকনো খাবর ৩২ ও ত্রাণের চাল ২৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এসময় ট্যাগ অফিসার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সহ ইউপি সদস্যবৃন্দ উপস্তিত ছিলেন।

দিঘীরপার পূর্ব ইউপিতে বর্তমাণ করোনাভাইরাস দুর্যোগ মুহুর্তে কর্মহীন অসহায় বেকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি চেয়ারম্যান কাজল তাঁর ইউপির মানুষের খুঁজ খবর নিতে দিনরাত চষে বেড়াচ্ছেন।

তরুণ এ চেয়ারম্যানের কর্মতৎপরতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। চেয়ারম্যান আলী হোসেন কাজলের সাথে কথা হলে তিনি বলেন, জনগণের খাদিম হিসাবে আমাকে মানুষ নির্বাচিত করেছেন। এছাড়াও মানুষের দুঃসময়ে পাশে দাড়ানো নৈতিক দায়িত্ব। এজন্য সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। করোনাভাইরাস দুর্যোগ মূহুর্তে পবিত্র ঈদুল ফিতর এজন্য সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সচেতণ থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়