Saturday, May 2

সুস্থ আছেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ

কানাইঘাট নিউজ ডেস্ক:
জনপ্রিয় বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহ সুস্থ আছেন। তার অসুস্থতার গুঞ্জন ছড়িয়ে পড়লে তা উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ৬৯ বছর বয়সি নাসিরউদ্দিন শাহ লিখেছেন, ‘আমার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং নিশ্চিত করছি ভালো আছি। লকডাউনে বাড়িতে আছি। দয়াকরে কোনো গুজবে কান দেবেন না।’
নাসিরউদ্দিন শাহর ছেলে অভিনেতা ভিভান প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘তিনি সম্পূর্ণ ঠিক আছেন। এগুলো সবই গুজব।’ পাশাপাশি মাইক্রোব্লগিং সাইট টুইটারে হ্যাপি নিউ ইয়ার সিনেমাখ্যাত ভিভান লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। বাবা ভালো আছেন! তার শারীরিক অবস্থা নিয়ে সব গুঞ্জন মিথ্যা। তিনি সুস্থ আছেন। ইরফান ভাই ও চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। আমাদের সবার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেলো।’
সম্প্রতি বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুর মারা গেছেন। তাদের হারানোর ব্যথায় যখন ভক্তরা শোকে কাতর, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরউদ্দিন শাহের হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়